দেশের অন্যতম স্পোর্টস শো উপস্থাপক গ্ল্যামার গার্ল শ্রাবণ্য তৌহিদা। পেশায় একজন ডাক্তার হয়েও তিনি দেশের শীর্ষ উপস্থাপক। শ্রাবণ্য নিয়মিত টেলিভিশনে সেলিব্রিটি শো, লাইভ মিউজিক ও হেলথ শো সঞ্চালনা করছেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিপিএলের নিলাম সঞ্চালনার গুরুদায়িত্বও তিনি পালন করেছেন। রূপালী বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন শ্রাবণ্য। সাক্ষাৎকার নিয়েছেন এম তারেক
বিপিএলের অকশান সঞ্চালনা করলেন। অভিজ্ঞতা কেমন ছিল?
প্রায় ১২ বছর পর বিপিএলের অকশান হয়েছে। শুরু থেকেই বেশ আগ্রহ ছিল। ক্রিকেটারদের নেওয়ার জন্য দলগুলোর দর-কষাকষি দেখতে ভালো লেগেছে। অকশানের মতো মূল বিপিএল-এও সঞ্চালক হিসেবে থাকতে পারি।
দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম দফায় অবিক্রীত থেকে যান। পরে তারা বিক্রি হন। সে সময় কেমন লাগছিল?
স্থানীয় ক্রিকেটারদের বিডিং শেষে যখন রহিম ও রিয়াদ অবিক্রীত থেকে গেলেন তখন খুব খারাপ লাগছিল। সঞ্চালক নয়, একজন ভক্ত হয়ে চিন্তা করছিলাম কী হলো, কী হবে। তারা দুজনই আমাদের আবেগের জায়গায় আছেন।
দলগুলো কেমন দেখলেন এবং কোন দলকে সমর্থন করছেন?
যে দল ভালো করবে আমি তাদের সমর্থন করব। দল গঠন দেখে মনে হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স এবার ভালো করবে। নতুন দল নোয়াখালী এক্সপ্রেসও নবাগত হিসেবে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে।
এবার বিপিএল নিয়ে নানারকম আলোচনা হচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
এবারের বিপিএলের হাইপ অন্যরকম। আমার বিশ্বাস মাঠেও জমকালো যুদ্ধ দেখব। সমালোচনা থাকবে। কর্তৃপক্ষ নিশ্চয়ই সচেতন থাকবেন যেন আয়োজন প্রশ্নবিদ্ধ না হয়। মাঠের সৌন্দর্য মাঠেই থাকবে। বাইরের কিছুর প্রভাব ওখানে পড়বে না।
এখন অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হচ্ছে। ক্রিকেটাররা বিভিন্ন জায়গায় খেলছেন। ক্রিকেট ম্যাচ ও ক্রিকেটারের সংখ্যা বেড়েছে। ক্রিকেট উপস্থাপনা করতে গিয়ে তথ্যের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়?
যারা খেলার সঙ্গে থাকে তাদের এসব তথ্য মাথায় থাকে। আমি দীর্ঘদিন ধরে খেলার শো উপস্থাপনা করছি। যেটি উপভোগ করি। সত্যিকারের শ্রাবণ্যকে পাওয়া যায় স্পোর্টস শোতে। শুধু ক্রিকেট নয়, ফুটবলেও সঞ্চালনা করছি। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচে বাফুফের অফিসিয়াল সঞ্চালক ছিলাম। আগামীতেও থাকব। তা ছাড়া আমি একজন মাল্টিটাস্কার। একজন এমবিবিএস ডাক্তার হয়ে নিয়মিত প্র্যাকটিস করছি। পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করছি। তাই মানুষ বলে সাকিবের মতো আমিও একজন অলরাউন্ডার।
বাংলাদেশে স্পোর্টস শো করতে গেলে আপনিসহ নির্দিষ্ট কয়েকজনের নাম উঠে আসে। নতুনরা সে অর্থে ছাপ ফেলতে পারছে না। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
আগে একটি বা দুটি চ্যানেলে স্পোর্টস শো হতো। এখন অনেকেই শো করছেন। টি স্পোর্টস তাদের নিজস্ব সঞ্চালককে দিয়ে শো করাচ্ছে। আমরা অনেক বছর ধরে স্পোর্টস শো করছি। তাই আমাদের ওপর আস্থা রাখছে আয়োজকরা। আমরা কাজ কমিয়ে দিলে নতুনরা হয়তো উঠে আসবে। নতুনদের স্বাগত জানাই। মানসম্মত উপস্থাপনা করলে তারা টিকে থাকবে।

