ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

জ্যোতির কণ্ঠে ‘নয়া বয়স’

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৫৪ এএম

কিছুদিন আগেই এই প্রজন্মের একেবারেই নতুন একজন সংগীতশিল্পী জ্যোতির কণ্ঠে প্রকাশিত ফোক ঘরানার গান ‘শ্যাম বন্ধুরে’ প্রকাশিত হয়েছে। এই গানটি প্রকাশের পরপরই শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এরইমধ্যে আরও একটি নতুন গান নিয়ে জ্যোতি শ্রোতা দর্শকের মাঝে হাজির হয়েছেন। গানের শিরোনাম ‘নয়া বয়স’। গানটি লিখেছেন সজীব অধিকারী, সুর করেছেন এসকে শানু। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাব্বি মিয়া।

চার দিন আগে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। জ্যোতি বলেন, ‘শ্যাম বন্ধুরে গানটি শ্রোতাদর্শকের মাঝে সাড়া ফেলায় নিজের কাছেই অন্যরকম ভালোলাগা কাজ করছে। তবে আশা ছিল যে আরও একটি নতুন মৌলিক গান পরপর রিলিজ পাক। নয়া বয়স-হলো আমার সেই নতুন আরেকটি প্রিয় গান। গানের কথা ও সুর একদমই আমার মনের মতোন। চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস এই গানের শ্রোতাপ্রিয়তা সামনে আরও বাড়বে। কারণ এই গানটার মাঝে কী যেন একটা ভালোলাগা আছে। আশা করছি শ্রোতারা গানটি আগ্রহ নিয়ে উপভোগ করবেন। ধন্যবাদ গানের গীতিকার-সুরকারকে আমাকে এমন একটি গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য।

গানটির মিউজিক ভিডিও আমার নিজের কাছে খুব ভালো লেগেছে।’ জ্যোতির লেখা ও সুরে প্রথম প্রকার্শিত মৌলিক গান ছিল ‘আমি ধন্য’। তবে এই গানটি প্রকাশের আগেই তার কণ্ঠে গানটি শোনার সুযোগ হয় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের। তিনি তারসঙ্গে জ্যোতির ডুয়েট গান গাইবার সুযোগ করে দেন। গত মার্চে আসিফের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় আসিফ ও জ্যোতির গাওয়া গান ‘তুমি শুধু তোমারই মতো’ গানটি। গানটি প্রকাশের পর বেশ সাড়া ফেলে। ‘শ্যাম বন্ধুরে’ ছিল জ্যোতির তৃতীয় মৌলিক গান।