শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সুমী শারমীন, প্রিয়াঙ্কা গোপ ও সাব্বির জামানের কণ্ঠে বিজয় দিবস উপলক্ষে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে নতুন চারটি মৌলিক গান। যার মধ্যে দুটি গানে কণ্ঠ দিয়েছেন সুমী শারমীন, যিনি অনেক বছর ধরেই গান লিখে আসছেন এবং যার সুরে বাংলাদেশের অনেক প্রখ্যাত সংগীতশিল্পীরাও গান গেয়েছেন। একজন গীতিকার হিসেবে সুমী বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত একজন সংগীতশিল্পী। আবার তিনি নিজেও গান গেয়ে থাকেন। মূলত তারই উদ্যোগে ও আগ্রহে প্রিয়াঙ্কা গোপ ও সাব্বির জামান নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন। সুমী শারমীনের কণ্ঠে শ্রোতারা শুনতে পাবেন ‘রোদ্দুর কোলাহল’ (সুর সংগীত করেছেন শান সায়েক) ও ‘কোনো এক বিকেলে’ (সুর সংগীত করেছেন সাব্বির জামান) শিরোনামের দুটি গান। প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে শ্রোতারা শুনতে পাবেন ‘বিজয় রাঙ্গানো সুখ’ (সুর সংগীত করেছেন শান সায়েক) ও সাব্বির জামানের কণ্ঠে শুনতে পাবেন ‘ভালোবাসি তোমায়’ (সুর সংগীত করেছেন সাব্বির জামান) শিরোনামের গান। চারটি গানই লিখেছেন সুমী শারমীন।
সুমী শারমীন বলেন, ‘প্রত্যেকটি গানেই জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আমার দুটি গান নিয়ে যেমন আমি আশাবাদী, অনুরূপভাবে প্রিয়াঙ্কা এবং সাব্বিরের কণ্ঠের গান দুটিও শ্রোতা দর্শককে মুগ্ধ করবে। গানগুলোর সুর শ্রোতাদের মন ছুঁয়ে যাবে এতটুকু আমি নিশ্চিত করেই বলতে পারি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন