বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ১২টি উপজেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সুশান্ত বণিকের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিতের সঞ্চালনায় মতবিনিময় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক অশোক তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভাস্কর রায়, শান্তিগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অজিত দাস, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রনজিৎ সূত্রধর, জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজ, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সদস্য কৃষ্ণমোহন রায় প্রমুখ।
আপনার মতামত লিখুন :