চট্টগ্রামের ভাটিয়ারীর একটি বাণিজ্যিক জাহাজ থেকে চোরাই ১০ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী স্টেশনের কর্মকর্তারা ভাটিয়ারী ইউনিয়নের তাবাকু খাল এলাকায় অভিযান চালিয়ে কাঠের বোট থেকে ১০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৮৪০ লিটার পেইন্ট, ১৬০ লিটার লুব অয়েল, ১৮৭ কেজি গ্রিজ ও ৩০০ মিটার ইলেকট্রিক ক্যাবল জব্দ করে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।