ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের পাশে, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় উপজেলা মডেল মসজিদ, বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেক্সটাইল কলেজ ও বিএম কলেজ যাওয়ার একমাত্র সড়ক বড় বড় গর্তে ভরে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় স্থানীয়রা সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছেন। গত রোববার বিকালে গর্তগুলোতে জমে থাকা পানির মধ্যে ধানের চারা রোপণ করে এলাকাবাসী প্রশাসনের অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, ‘এ পথে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের অবস্থা খুবই খারাপ। শিশু থেকে বয়স্ক সবাই ভোগান্তিতে পড়ছেন, আর দুর্ঘটনা হওয়ার শঙ্কাও রয়েছে।’ পথচারী শারমিন আক্তার জানান, ‘অনেকবার প্রশাসনের কাছে জানানো হলেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এই প্রতিবাদ।’ বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘শিশুরা কাদায় পড়ে স্কুলে যেতে পারছে না। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও খারাপ হয়।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন