চট্টগ্রামের পটিয়ায় হাবিলাসদ্বীপ ইউনিয়নের ২নং আকবরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, পাশাপাশি পাশের আরও দুইটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাবুল মেম্বারের বাড়িতে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের বাইরে পাতা আন্তে আগুন লেগে যায় এবং গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে ক্ষতিগ্রস্তরা ঘরের ভেতর থেকে কোনো মালামাল উদ্ধার করতে পারেননি। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আবছার, নুরুল ইসলাম, আব্দুল হাকিম, ইয়ার মোহাম্মদ ও ফৌজুল কবির। পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশের দুইটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।