ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বিএনপি নেতার গণসংযোগ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০১:৫০ এএম

সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারমুক্ত পাবনা-৩ গড়ার প্রত্যয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা। গতকাল সোমবার তিনি পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিভিন্ন পথসভায় রাজা বলেন, ‘সাধারণ মানুষ এখন সামাজিক শান্তি ও স্থিতিশীলতা চায়। বাংলাদেশে প্রধান সমস্যা হলো দুর্নীতি ও চাঁদাবাজি। তাই আমি সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারমুক্ত পাবনা-৩ গড়তে চাই। মানুষকে শান্তি ও স্বস্তি দিতে চাই। এজন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।’ তিনি আরও জানান, ‘আমার অঙ্গীকার পাবনা-৩ আসনে সকল অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা- নিয়ন্ত্রণ করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা।’  এ সময় তার সঙ্গে চাটমোহর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।