রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সড়কের নির্মাণসামগ্রী দিয়ে মেম্বারের বাড়িতে ঢালাই!

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৭:০৪ এএম

সড়কের নির্মাণসামগ্রী দিয়ে  মেম্বারের বাড়িতে ঢালাই!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি সড়কের নির্মাণসামগ্রী আত্মসাৎ করে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে উপজেলার চাতরী ইউনিয়নের ১ নম্বর মহতরপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও আওয়ামী লীগ নেতা আবদুল মন্নান আজাদের বিরুদ্ধে। এ ঘটনায় সচেতন নাগরিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, মহতরপাড়া গ্রামের দক্ষিণ দিকে মাঝের বাড়ি সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর বেশ কিছু বালু, সিমেন্ট ও কংক্রিট অবশিষ্ট থাকে। অবশিষ্ট সামগ্রী দিয়ে স্থানীয় জসিমের দোকান থেকে বারেকের ঘর পর্যন্ত ভাঙা সড়কটি সংস্কারের সিদ্ধান্ত হয়। কিন্তু ওই সড়ক সংস্কার না করে মেম্বার আবদুল মান্নান নির্মাণসামগ্রী আত্মসাৎ করে নিজের ঘরের চারপাশে ঢালাইয়ের কাজে ব্যবহার করেছেন। বিষয়টি নিয়ে এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, ভাঙা সড়ক সংস্কার না করে সরকারি বরাদ্দের নির্মাণসামগ্রী কেন মেম্বারের ব্যক্তিগত বাড়িতে নিয়ে ব্যবহার হবে?
স্থানীয় রিয়াজ উদ্দিন জিকু বলেন, মেম্বার আবদুল মান্নান ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও একজন দুর্নীতিগ্রস্ত ইউপি সদস্য। সরকারি সড়কের কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত নির্মাণসামগ্রী আত্মসাৎ করে তিনি নিজের বাড়ির চারপাশে ঢালাইয়ের কাজে ব্যবহার করেছেন। এটা স্পষ্ট দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার। অতীতেও তিনি স্বৈরাচারের দোসর হিসেবে প্রভাব খাটিয়ে সরকারি বরাদ্দের কাজগুলোতে ব্যাপক দুর্নীতি ও অনৈতিক কর্মকা-ে জড়িত ছিলেন। বর্তমানেও তিনি বিএনপির নাম ব্যবহার করে দাপট দেখিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকা- করে যাচ্ছেন। 
মো. রিপন নামের আরেক বাসিন্দা বলেন, জনগণের টাকায় কেনা সড়কের নির্মাণসামগ্রী সড়কে ব্যবহার না করে তিনি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন, যা অত্যন্ত অনৈতিক ও দুঃখজনক। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আবদুল মান্নান বিষয়টি অস্বীকার করে বলেন, এ ধরনের কাজ আমি করিনি। অবশিষ্ট সামগ্রীর বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!