রাতভর ভারি বৃষ্টিতে হাঁটুপানির নিচে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা। উপজেলার অনেক বাসাবাড়ি, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় আমন ধান ও শীতকালীন সবজির খেত পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত জেলা শহরসহ অন্যান্য উপজেলায়ও ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে নাচোলে ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে কৃষক, দিনমজুর থেকে শুরু করে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
গতকাল সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বেশ কিছু স্থানে হাঁটু সমান পানি জমে থাকতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই পানি নিষ্কাশনে ধীরগতি দেখা দিয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে মাঠের আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। কৃষি অফিস বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে এবার ২০ হাজার হেক্টর আমন ধান, ৫০ হাজার হেক্টর মাষকালাই, ৫০ হাজার হেক্টর শাক-সবজির কৃষিজমি ক্ষতির সম্মুখীন হয়েছে ও পুকুরের অনেক মাছ পানিতে ভেসে গেছে।
উপজেলার ঝিকড়া গ্রামের কৃষক মনিরুল ইসলাম বলেন, ‘বৃষ্টিতে আমার ধান পানিতে ডুবে আছে। ধানও পড়ে গেছে। এ ছাড়া শাক-সবজিও ডুবে গেছে। বড় ক্ষতির মুখে পড়লাম ভারি বৃষ্টিপাতের কারণে।’
উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, উপজেলায় গড়ে ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছেÑ যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ। অতিরিক্ত বৃষ্টির কারণে এবার ২০ হাজার হেক্টর আমন ধান, ৫০ হাজার হেক্টর মাষকালাই, ৫০ হাজার হেক্টর শাক-সবজির কৃষিজমি ক্ষতির সম্মুখীন হয়েছে ও পুকুরের অনেক মাছ পানিতে ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে কাজ করছেন কৃষি কর্মকর্তারা।

