ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

আসামি গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৭:১২ এএম

রংপুরের গঙ্গাচড়ায় দুই শিশুকে হত্যা মামলার প্রধান আসামি আজাহারুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। গত শুক্রবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়। জানা যায়, গত ৫ আগস্ট সকালে গঙ্গাচড়া উপজেলার ঘাঘট নদীর তীরের বালু উত্তোলনস্থলে পাথর কুড়াতে যায় দুই শিশু আব্দুর রহমান (৮) ও মারুফ (৬)। ওই এলাকার বালু ব্যবসায়ী আজাহারুল ইসলাম (৩৮) ক্ষুব্ধ হয়ে সহযোগীদের নিয়ে শিশু দুটিকে হত্যা করে বালুর নিচে মরদেহ পুঁতে রাখে। পরে পরিবার খোঁজাখুঁজির একপর্যায়ে আজাহারুলের বালু উত্তোলনস্থলের নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে ৭ আগস্ট নিহত শিশুদের বাবা আব্দুর রশিদ গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন।