ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

বিভাগসহ ১০ দাবি

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৭:১৩ এএম

মুরাদনগরে কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার সকালে সামাজিক সংগঠন মুরাদনগর সমিতি ঢাকার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। মানববন্ধন বক্তারা কুমিল্লা নামে বিভাগ, ‎মুরাদনগরকে জেলা ঘোষণা, উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা, উপজেলার উত্তর-দক্ষিণে যেকোনো স্থানে ‘নতুন উপজেলা’ ঘোষণা, গ্যাস সংযোগ, ইপিজেড নির্মাণ বাস্তবায়ন, গোমতীর দুই পাড়ে বেড়িবাঁধ নির্মাণ, কৃষি জমিতে গভীর নলকূপ বসানো, গোমতী নদীসহ অন্যান্য নদী ও খালগুলো খনন, বিশ্ববিদ্যালয়, কৃষি কলেজ, টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট ও পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বাল্যবিবাহ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, যৌতুক প্রথা, মাদকাসক্তি, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, ইভটিজিং বন্ধের দাবি জানান।