ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

বিদ্যুৎস্পর্শে মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৭:১৪ এএম

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের বড় টেংরা গ্রামে বিদ্যুৎস্পর্শে রফিক গাজী (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, রফিক গাজী ওই এলাকার ইসহাক গাজীর সেজো ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং নিজের নতুন বসতবাড়ির নির্মাণকাজে নিজেই কাজ করছিলেন। কাজের একপর্যায়ে কাঠ কাটার ইলেকট্রিক মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত মেশিনের তার নিচে চলে যায়। এতে পুরো মেশিনে বিদ্যুৎ প্রবাহিত হয়ে তিনি বিদ্যুৎস্পর্শ হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রফিক গাজী স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।