সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীতে পাড় কাটা বন্ধে দিনব্যাপী টাস্কফোর্স’র অভিযান পরিচালনা করে নৌকা ও ড্রেজান মেশিন জব্দ করা হয়। গতকাল বুধবার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক ধোপাজান চলতি নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিশ্বম্ভরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা দেব নাথ। অভিযানে সার্বিক সহায়তা করেন বিজিবি, বিশ্বম্ভরপুর থানা পুলিশ, টুকেরবাজার নৌ-পুলিশ সদস্যবৃন্দরা। অভিযান চলাকালীন ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি বারকি নৌকা, ৮টি ড্রেজার মেশিন, ৪টি পাম্প ও ৫টি পাইপ জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ১টি বারকি নৌকাসহ ৩টি ড্রেজার মেশিন পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন