ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

৫ নৌকা, ৮ ড্রেজার জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০১:৩১ এএম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীতে পাড় কাটা বন্ধে দিনব্যাপী টাস্কফোর্স’র অভিযান পরিচালনা করে নৌকা ও ড্রেজান মেশিন জব্দ করা হয়। গতকাল বুধবার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক ধোপাজান চলতি নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিশ্বম্ভরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা দেব নাথ। অভিযানে সার্বিক সহায়তা করেন বিজিবি, বিশ্বম্ভরপুর থানা পুলিশ, টুকেরবাজার নৌ-পুলিশ সদস্যবৃন্দরা। অভিযান চলাকালীন ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি বারকি নৌকা, ৮টি ড্রেজার মেশিন, ৪টি পাম্প ও ৫টি পাইপ জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ১টি বারকি নৌকাসহ ৩টি ড্রেজার মেশিন পানিতে ডুবিয়ে দেওয়া হয়।