ফরিদপুরের সালথায় স্ত্রী হত্যা মামলার পলাতক আসামী রাজু মাতুব্বর (২৮) বিষপান করে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদি গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। রাজু মাতুব্বর ওই গ্রামের মৃত জয়নাল মাতুব্বরের ছেলে। তিনি স্ত্রী নাদেরা আক্তার হত্যা মামলার একমাত্র আসামী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজু বিষপান করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে রাতে বাড়িতে আনা হলে বুধবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের মা জাকিরন বেগম বলেন, ‘স্ত্রীকে হত্যার পর রাজু মানসিকভাবে ভেঙে পড়ে। সেই শোকেই সে বিষপান করে আত্মহত্যা করেছে।’ সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, স্ত্রী হত্যা মামলার আসামী রাজু মাতুব্বর বিষপান করে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সকালে একই গ্রামের রাজুর স্ত্রী নাদেরা আক্তার (২৩)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। পারিবারিক কলহের জেরে রাজু হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। ওই ঘটনায় নিহতের পরিবার রাজুকে একমাত্র আসামী করে সালথা থানায় হত্যা মামলা দায়ের করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন