বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০১:৪৬ এএম

উৎসবমুখর পরিবেশে মাছ ধরার প্রতিযোগিতা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০১:৪৬ এএম

উৎসবমুখর পরিবেশে  মাছ ধরার প্রতিযোগিতা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেঘের ছায়া রিসোর্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক দিনব্যাপী মাছ ধরার প্রতিযোগিতা। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘ফিশিং জোনে’ এই প্রতিযোগিতা চলে।

মাছ ধরার খেলা দেখতে সকাল থেকেই পুকুরপাড়ে জড়ো হয় শত শত দর্শক। প্রতিযোগীরা বড় বড় রুই, কাতলা বা কার্প মাছ বড়শিতে তুলতেই দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।

প্রতিযোগিতায় ২৮টি চৌকিতে মোট ৫৬ জন অংশগ্রহণ করেন। আয়োজক হানিফ সরকার জানান, প্রায় পাঁচ মাস আগে থেকেই ফিশিং জোন প্রস্তুত করা হয়, যেখানে ৪৫ মণ মাছ রয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে প্রত্যেকে ৬ হাজার ৫০০ টাকা এন্ট্রি ফি জমা দিয়েছেন। মাছের ওজন ছিল ১ থেকে ১৩ কেজি পর্যন্ত।

তিনি আরও জানান, খেলার নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছ শিকার চলবে। যদি ৮০ শতাংশ অংশগ্রহণকারী মাছ না পান, তাহলে আলোচনার মাধ্যমে টিকিটের একটি অংশ ফেরত দেওয়া হয়। প্রতি মাসে এ ধরনের দুটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

আয়োজক কায়সার আহমেদ সিয়াম বলেন, ‘আমরা চাই অংশগ্রহণকারীরা আনন্দ-উল্লাসের মাধ্যমে মাছ শিকার উপভোগ করুক, তাই পুরো আয়োজন মনোরম পরিবেশে সাজানো হয়েছে।’

শিকারিরা মাছ ধরতে রুটি ও পিঁপড়ার ডিম ব্যবহার করেন। দুপুরে তাদের জন্য আয়োজন করা হয় খাবারেরও। অনুষ্ঠানে উপস্থিত কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম রাজীব বলেন, ‘এ ধরনের আয়োজন যুবসমাজকে বিনোদনের পাশাপাশি মাদক থেকে দূরে রাখতেও সহায়ক হবে।’ শীতের হালকা রোদ আর মনোরম পরিবেশে দিনভর চলে এই ব্যতিক্রমধর্মী মাছ ধরার উৎসব।

রূপালী বাংলাদেশ

Link copied!