- প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্থায়ী যানজট
- অবৈধ দোকান, হকার ও ট্রাক চলাচলে সংকুচিত রাস্তা
- ট্রাফিক বিভাগ না থাকায় নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচল
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর এখন যেন স্থায়ী যানজটের নগরী। উপজেলা পরিষদ থেকে থানার মোড়, জাওয়ার রোড ও সদর বাজার পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকে যানজট। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা পড়ছে চরম ভোগান্তিতে।
স্থানীয়দের অভিযোগ, সড়কে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও পণ্যবাহী ভ্যানের সংখ্যা বেড়ে গেছে। তার সঙ্গে ফুটপাত ও সড়কের পাশে অবৈধ দোকান স্থাপন এবং হকারদের দখলও যানজটকে তীব্র করছে। ব্যবসায়ীরা রাস্তার ওপরেই নিত্যপণ্য রাখায় চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। বাজারে ট্রাক ঢুকলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
এক পথচারী বলেন, ‘বাজারে ঢুকলে আর বের হতে ইচ্ছে করে না, যানজট লেগেই থাকে।’ ব্যবসায়ীরাও জানান, যানজটের কারণে ক্রেতারা বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন।
প্রশাসনের তেমন নজরদারি না থাকায় সমস্যা বাড়ছে বলে অভিযোগ রয়েছে। নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় চালকেরা যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তোলেন।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিসান আলী বলেন, ‘তাড়াইলে নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় যানজট ভয়াবহ আকার নিয়েছে। আমরা বিষয়টি নিয়মিত সভায় আলোচনা করছি। ইউনিয়ন পর্যায়ে গাড়ি নিয়ন্ত্রণে আনলে সমস্যা অনেকটা কমে আসবে।’
তাড়াইল থানার ওসি সাব্বির রহমান জানান, ‘এখানে ট্রাফিক বিভাগ নেই। থানার সামনেই প্রায় সময় যানজট লেগে থাকে। এতে জরুরি সেবা ব্যাহত হয়।’ সচেতন মহল মনে করে, দিনের বেলায় ট্রাক ও লরি চলাচল বন্ধ রাখা, ফুটপাত মুক্ত করা এবং ট্রাফিক পুলিশের স্থায়ী টহল জোরদার করলে তাড়াইলকে যানজটমুক্ত করা সম্ভব হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন