চলতি বছরের জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৬৭ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন। এ সময় অভিযান চালিয়ে ৫৫৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) ব্যবস্থাপনায় চলতি বছরে সীমান্ত এলাকায় অভিযান ও নজরদারিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত মাদক, অস্ত্র ও চোরাচালান দমনে অভিযান চালিয়ে ৫৫৬ জন আসামি ও ৬৭ কোটি টাকার অধিক মালামাল জব্দ করা হয়েছে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছেÑ ফেনসিডিল ৭৩ হাজার বোতল, হেরোইন প্রায় ১০ কেজি, ইয়াবা ২৬ হাজার পিস, গাঁজা ২ হাজার ৩৫৩ কেজি এবং বিভিন্ন ধনের বিদেশি মদ ১২ হাজারেরও বেশি বোতল। অস্ত্র ও গোলাবারুদের মধ্যে উদ্ধার করা হয়েছেÑ ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৯৯টি ককটেল, ৪০টি পেট্রোল বোমা ও গানপাউডার।
গবাদি পশু পাচার রোধে অভিযান চালিয়ে বিজিবি ১ হাজার ৬৯৩টি গরু ও ৭০৩টি মহিষ জব্দ করেছে। এ ছাড়া জব্দ করা হয়েছেÑ কষ্টিপাথর, স্বর্ণ, রৌপ্য, ১৯৭টি মোটরসাইকেল, ১ হাজার ৩০৭টি মোবাইল ফোন ও ১ লাখ ৫ হাজার ভারতীয় জাল রুপি।
মানব পাচার ও জাল টাকা প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় স্থানীয়দের সচেতন করতে ২৩ হাজারেরও বেশি সভা ও প্রচারণা কর্মসূচি আয়োজন করেছে বিজিবি। সীমান্তে শান্তি বজায় রাখতে এ বছর বিজিবি-বিএসএফের মধ্যে ৪ হাজারেরও বেশি পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এর ফলে শতাধিক চোরাকারবারী স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলেও জানান অধিনায়ক।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন