নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাচার বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আয়েশা (৭) নামের এক শিশু। গতকাল বুধবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাটিকাঙ্গাটিয়া এলাকার আবু বক্করের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, গতকাল সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা আয়েশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক অটোরিকশাটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

