লালমনিরহাটের পাটগ্রামে তিনবিঘা করিডর সীমান্ত চেকপোস্টে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার দুপুরে তন্ময় চন্দ্র (২৫) নামের ওই তরুণকে আটক করা হয়। তন্ময় দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলার মুশিদহাট গ্রামের বিমল চন্দ্রের ছেলে। গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকার দুপুর ১২টার দিকে রংপুর ব্যাটালিয়নের অধীন দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ডিএএমপি-৭/২৭ থেকে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিনবিঘা করিডর চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তন্ময় চন্দ্র নামের বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হন। আটক তন্ময় পাসপোর্ট ও ভিসাবিহীন ২০২৪ সালে অবৈধভাবে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন।

