ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বরগুনায় প্রথম নারী জেলা প্রশাসক তাসলিমা আক্তার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০১:৫৫ এএম

বরগুনায় প্রথম নারী জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট হলেন তাসলিমা আক্তার। গত শনিবার ৯ নভেম্বর দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জারি হওয়া সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহের পরবর্তী তিনি বরগুনা জেলা প্রশাসক হিসেবে পদায়ন করবেন। তাসলিমা আক্তার বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের ২৯ ব্যাচের কর্মকর্তা।

গত বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ জন জেলা প্রশাসকের বদলির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব থেকে তাসলিমা আক্তারকে বরগুনা জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

আগে জারি করা প্রজ্ঞাপনে বরগুনা জেলার জেলা প্রশাসক হিসেবে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহের নাম প্রকাশ করা হয়। বৃহস্পতিবারের আদেশে তার ওই আদেশ বাতিল করা হয়। এ ছাড়া বরগুনার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলেও তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একটি সূত্র থেকে জানা গেছে, বিগত সরকারের সময় যারা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের জেলা প্রশাসক নিয়োগ করা হচ্ছে না।