উপজেলার রাজকান্দা ঠেংগাপুর গ্রামের ৬০ বছর বয়সি ফিরোজা বেগম। তার ভাষায়, ‘হামি কোনো দিন এলা পরিক্ষা করিনি। আক্কেলপুরে ফ্রি ডায়বেটিস পরীক্ষা হচ্ছে শুনে আইছি। পরীক্ষা করে দেখি, ডায়াবেটিস আছে। (আমি কোনো দিন এ ধরনের পরীক্ষা করিনি। আক্কেলপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা হচ্ছে শুনে এসেছি। পরীক্ষা করে দেখলাম, আমার ডায়াবেটিস রয়েছে।) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আক্কেলপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে বুধবার দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে স্থানীয় রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা। ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আব্দুস সবুর।

