নোয়াখালী-০৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মশাল মিছিল অব্যাহত রেখেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। তারা বিএনপির কেন্দ্রীয় সহপল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান। গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নোয়াখালী-০৫ আসনে মো. ফখরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এতে মনোনয়নবঞ্চিত হন বিএনপির কেন্দ্রীয় নেতা বজলুল করিম চৌধুরী আবেদ, ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীমউদ্দীন মওদুদ এবং জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি। কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিএনপির রাজনীতির মাঠ।

