শরীয়তপুরের নড়িয়ার মুলফতগঞ্জ বাজারে পরিবেশ অধিদপ্তর নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণে অভিযানকালে আবুল কালাম নামের এক ব্যবসায়ীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), অনুসারে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নড়িয়া মুলফতগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা ও ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। এ সময় বিভিন্ন বাজার, সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সতর্কতামূলক বার্তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এসব অভিযান চলমান থাকবে উল্লেখ করে সর্বসাধারণকে পরিবেশ সংরক্ষণে সহযোগিতা ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন