ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

কমিটি গঠন

জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০২:১৪ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পপুলেশন সায়েন্স ডিবেটিং ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পপুলেশন সায়েন্স ডিবেটিং ক্লাব একটি পত্রের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেয়।

কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন পপুলেশন সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান কে.এম মুস্তাফিজুর রহমান, সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পপুলেশন সায়েন্স বিভাগের  ১৬তম ব্যাচের শিক্ষার্থী মো. সাকিব আল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন একই বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী প্রিয়া রানী শিল।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি সামিয়া আক্তার, যুগ্ম-সম্পাদক শতরূপা দে সিথি, সাংগঠনিক সম্পাদক আশরাফুন্নাহার রুনা, দপ্তর সম্পাদক তানভির সিকদার, অর্থ সম্পাদক শারমিন আক্তার ফারিন, প্রচারণা ও প্রকাশনা সম্পাদক সামিউল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক নশিন মোস্তারি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদ ইকবাল অয়ন।