ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মরদেহ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০২:১৭ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে সিমেন্টসহ ট্রলার ডুবে নিখোঁজ রানা ও শুভ নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে মেঘনা নদীর তলদেশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রনি সরদার (৩৪) বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে ও নিহত শুভ (১৯) একই এলাকার স্বপন মৃধার ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সিমেন্টভর্তি ট্রলারটি ডুবে গিয়ে যুবক রানা ও শুভ মেঘনা নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে সন্ধান পায়নি। শুক্রবার পূনরায় খোজাখুজির পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।