ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

শৈলকুপায় অ্যাটর্নি জেনারেলের গণসংযোগ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০২:২১ এএম

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সম্ভাব্য প্রার্থী ও অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ূন বাবর ফিরোজ প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা এ টি এম শহিদুল ইসলাম বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি যথাসময়ে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করব, ইনশাআল্লাহ। এখানে কেউ অন্য কথা বললে বিভ্রান্ত হবেন না। আমি আপনাদের পাশে থেকে আপনাদের জন্যই কাজ করতে চাই।’

বক্তারা বলেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ শৈলকুপার মানুষের পাশে থাকতে চান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি জনগণের অধিকার পুনরুদ্ধারে কাজ করবেন।