শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শীতার্ত অসহায় মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবতার উদ্যোগে ‘মানবতার সিঁড়ি’ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কার্যক্রম চালু করেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ জয়, ভাইস চেয়ারম্যান তৌকির আহম্মেদ তানজিল, সহ-সভাপতি এম উজ্জ্বল, সায়মা খাতুন, সাংবাদিক অভিজিৎ সাহা, মেহেদী হাসান সাকিব, সাংগঠনিক সম্পাদক নাইমুর হাসান রিফাত, সদস্য বিধান কর্মকার ও কোষাধ্যক্ষ অমিত সরকার প্রমুখ। সংগঠনটি সমাজের বিত্তবানদের কাছ থেকে ব্যবহারযোগ্য শীতবস্ত্র সংগ্রহ করে তা শীতার্ত ও হতদরিদ্র মানুষের হাতে পৌঁছে দিচ্ছে। শীতের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন