ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

শিশুর লাশ উদ্ধার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:২৫ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে ঘুড়কা ইউনিয়নের দেওভোগ বাজার-সংলগ্ন পুকুরপাড়ে স্থানীয় জেলেরা জাল টানার সময় শিশুর নিথর দেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুকুরপাড়ে ভিড় করেন স্থানীয়রা। পরে সলঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। শিশুর পরিচয় এখনো শনাক্ত হয়নি। স্থানীয়দের ধারণা, শিশুকে অন্য কোথাও থেকে এনে পুকুরে ফেলা হতে পারে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ‘শিশুটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের পর প্রকৃত তথ্য জানা যাবে।’ সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যার সম্ভাবনা রয়েছে। আশপাশের এলাকা ও সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।’