ফেনীর সোনাগাজীতে সোনাগাজী উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে তরুণ উদ্যোক্তা মেলা ও জমজমাট শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. মাইন উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তাহেরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাঈদ, ফেনী স্কাউট লিডার মাস্টার বেলাল উদ্দিন ও শাহাপুর দুস্থ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ফরিদা এয়াছমিন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন