গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় দুটি টিনশেড কলোনি বাড়িতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭৫টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার সকাল ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঘটনাটি ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বায়েজিদ হোসেনের মালিকানাধীন টিনশেড কলোনির একটি কক্ষে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। পরে আগুন পাশের আরেক কলোনিতে পৌঁছে যায়, যা মহিউদ্দিন নামের একজনের মালিকানাধীন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় তারা।
স্থানীয় কয়েকজন কলোনি বাসিন্দা জানান, আগুনে দুটি কলোনির অন্তত ৭৫টি টিনশেড ঘর পুড়ে গেছে, পাশাপাশি শ্রমিক পরিবারের আসবাবপত্র ও মূল্যবান মালামালও নষ্ট হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার রায়হান বলেন, অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর তা মূল্যায়ন করা যাবে।
অগ্নিকা-ের খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল ইসলাম ও পৌরসভার সচিব জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন