সেন্টমার্টিনগামী কেয়ারি সিন্দাবাদ জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। সরকার অনুমোদিত ট্রাভেল পাস ছাড়া পর্যটকদের কাছে অবৈধভাবে টিকিট বিক্রি করার অভিযোগে এ জরিমানা করা হয়। গতকাল সোমবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়। যাত্রার আগেই জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অনিয়ম শনাক্ত করলে জাহাজ কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, তিনজন পর্যটকের কাছে প্রতি জন ১,৮০০ টাকা করে ট্রাভেল পাস ছাড়াই টিকিট বিক্রির দায়ে জাহাজ কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। তিনি জানান, স্থানীয়রা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট কিনতে পারবেন, তবে বাইরের পর্যটকদের জন্য সরকার অনুমোদিত ট্রাভেল পাস বাধ্যতামূলক।
তিনি আরও বলেন, ‘প্রথমবার হওয়ায় গ্রেপ্তার করা হয়নি, মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে একই অনিয়ম ধরা পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সরকার গত ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেয়। তবে রাত্রিযাপনের সুযোগ না থাকায় তখন পর্যটকদের আগ্রহ কম ছিল। ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দুই মাস রাত্রিযাপনের সুযোগ থাকায় আজ থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে।
প্রতিদিন অনুমোদিত জাহাজে সর্বোচ্চ দুই হাজার পর্যটক যেতে পারবেন। প্রথম দিনে যাত্রী ছিল ১ হাজার ১৭৪ জন। যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে জোয়ার-ভাটা ও নাব্য অনুযায়ী। বিকেলে সেন্টমার্টিন থেকে ফেরার ব্যবস্থা রয়েছে।
সরকারি বিধি অনুযায়ী সেন্টমার্টিন ভ্রমণে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পরিবেশবান্ধব বোতল সরবরাহ করা হচ্ছে।
কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, ‘সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। পর্যটকদের সহযোগিতা প্রয়োজন।’ টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন প্রধান অ্যাপেল মাহমুদ বলেন, ‘পর্যটক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা তদারকি করা হচ্ছে।’
এদিকে দীর্ঘ ১১ মাস পর পর্যটক যাতায়াত শুরুর খবর পেয়ে সেন্টমার্টিনবাসীর মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও নতুন মৌসুমে আশাবাদী। অনেকে টেকনাফের দমদমিয়া ঘাট থেকেও জাহাজ চালুর দাবিও জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন