শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শীতার্ত অসহায় মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবতার উদ্যোগে ‘মানবতার সিঁড়ি’ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কার্যক্রম চালু করেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ জয়, ভাইস চেয়ারম্যান তৌকির আহম্মেদ তানজিল, সহ-সভাপতি এম উজ্জ্বল, সায়মা খাতুন, সাংবাদিক অভিজিৎ সাহা, মেহেদী হাসান সাকিব, সাংগঠনিক সম্পাদক নাইমুর হাসান রিফাত, সদস্য বিধান কর্মকার ও কোষাধ্যক্ষ অমিত সরকার প্রমুখ। সংগঠনটি সমাজের বিত্তবানদের কাছ থেকে ব্যবহারযোগ্য শীতবস্ত্র সংগ্রহ করে তা শীতার্ত ও হতদরিদ্র মানুষের হাতে পৌঁছে দিচ্ছে। শীতের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

