ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৪০ এএম

গাজীপুরে একটি মোবাইল ফোন টাওয়ারের কক্ষে হাত-পা বাঁধা অবস্থায় মীর আলতাব হোসেন (৬৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে সিটি করপোরেশনের পুবাইল থানাধীন মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকার ওই টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহত আলতাব হোসেন স্থানীয় মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলালিংক নেটওয়ার্ক টাওয়ারটির নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। পরিবার ও পুলিশ সূত্র জানা গেছে, টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সকাল পর্যন্ত আলতাব হোসেনের কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে আলতাব হোসেনের ছেলে সবুজ টাওয়ারে গিয়ে বাবার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন। পুবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হাসান বলেন, মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা, করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।