ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

পৈতৃক ভিটায় ফিরতে পারছেন না ভাইবোন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৪৪ এএম

গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামে সন্ত্রাসীদের হুমকি ও দখলদারত্বের কারণে দুই ভাই ও ছয় বোন পৈতৃক ভিটায় ফিরতে পারছেন না। মামলা করেও কোনো সুরাহা না পেয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। সন্ত্রাসীদের প্রভাব এতটাই যে, স্থানীয় লোকজনও ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না।

এ অবস্থায় নির্যাতিত ও বাড়িছাড়া আবদুর রউফ চুনারুঘাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, পিতা আবদুল গফফার মারা যাওয়ার পর দুই ভাই ও ছয় বোন একমাত্র ওয়ারিশান হিসেবে ১০ একর ৫৭ শতক জমির মালিক হন। কিন্তু এসব সম্পত্তি দখলে নিতে একই গ্রামের হেলাল মিয়া, ইমন মিয়া, সুমন মিয়া ও এমরান মিয়ার নেতৃত্বে একটি দখলদার চক্র নানা হয়রানি ও হুমকি দিতে শুরু করে।

আবদুর রউফের দাবি, পৈতৃক ভিটা দখলের জন্য সন্ত্রাসীরা তাকে ও তার ভাই আবদুর রহমানকে হত্যার হুমকি দেয়। এমনকি পূর্বে আবদুর রহমানের ওপর হামলা চালালে অভিযুক্তরা গ্রেফতার ও জরিমানা গুনলেও পরে জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকা- শুরু করে।

সংবাদ সম্মেলনে আবদুর রউফ অভিযোগ করেন, সন্ত্রাসীদের ভয় ও নির্যাতনের কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং ন্যায়বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।