কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় একপক্ষ মামলা দায়ের করেছে। অপরপক্ষের মামলার প্রক্রিয়া চলছে। ঘটনাকে কেন্দ্র করে সন্তোষপুরের ছিলাখানা হাইল্যাটারী গ্রাম এখন প্রায় পুরুষশূন্য; গ্রামজুড়ে বিরাজ করছে আতঙ্ক।
গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিরোধপূর্ণ ১৮ শতক জমির দখল নিয়ে চাচাত-জ্যেঠাত ভাই মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমানসহ দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নিহত হন মানিক উল্লাহর ছেলে এরশাদুল হক (৪২) এবং মানিক উল্লাহর বোন খাদে হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০)। হাসপাতালে নেওয়ার পথে মারা যান জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫৫)।
এ ঘটনায় আহত হন সফিকুল ইসলাম (৩২), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৫৫), পারুল বেগম (৩২), মোফাজ্জল হোসেন (৩০), মঞ্জুয়ারা বেগমসহ (৩৫) আরও কয়েকজন। তারা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত এরশাদুল হকের আত্মীয়রা পুলিশকে জানায়, আলতাফ হোসেনের ছেলে মোফাজ্জল হোসেনের ছুরিকাঘাতেই এরশাদুল নিহত হয়। পরে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেফতার করে পুলিশ।
রোববার রাতে নিহত মানিক উল্লাহর জামাতা সিরাজুল ইসলাম ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১১ জনকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন। অপরপক্ষের মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলাম জানান, এক বছর আগে একই জমির জন্য জোনাব আলীকে যৌথভাবে টাকা দেন দুই পক্ষের সদস্যরা। কিন্তু পরে উভয় পক্ষই জমির সম্পূর্ণ মালিকানা দাবি করলে বিরোধ তৈরি হয়। জমির মালিক জোনাব আলীর মৃত্যুর পর তার তিন ছেলে রেজিস্ট্রি করতে চাইলে ক্রেতাদের মধ্যে সমঝোতা না হওয়ায় তা সম্ভব হয়নি। এর মধ্যেই জমিটি দখলে নেয় মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ। বিষয়টি নিয়ে এলাকায় একাধিক সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুই পক্ষ দেশীয় অস্ত্রÑ লাঠি, দা, ছুরি, বল্লম ও রড নিয়ে জমির দখল নিতে গেলে সংঘর্ষ বাধে এবং তিনজন নিহত হন।
সন্তোষপুর ইউপির প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগম বলেন, ‘মাত্র কয়েক শতক জমির জন্য তিনজনের প্রাণ গেল। আরও অনেকে আহত হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।’
ঘটনার পর কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে, অপরপক্ষের মামলার প্রক্রিয়া চলমান। একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন