ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা, পিস্তল তাক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৪৫ এএম

লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসু কোম্পানিকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় ব্যবসায়ীর সঙ্গে থাকা মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকানো হয়। স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে পরিচিত বাহার উদ্দিন ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় বিকেবি ব্রিক্সে এ ঘটনা ঘটে। আহত বসু কোম্পানি বিকেবি ব্রিকস ও ঠিকাদারি প্রতিষ্ঠান বাশার ট্রেডার্সের স্বত্ব¡াধিকারী। তিনি মান্দারী বাজার এলাকার বাসিন্দা।

অভিযুক্ত বাহার মান্দারী ইউনিয়নের মটবি গ্রামের বাসিন্দা ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তার রাজনৈতিক পদ-পদবি জানা যায়নি। ভুক্তভোগীরা জানায়, মান্দারীর মটবি এলাকায় এলজিইডির প্রায় ১ কোটি টাকা বরাদ্দে একটি রাস্তা সংস্কারের কাজ করছেন। ওই কাজ নিয়েই বাহার তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু বসু কোম্পানি ওই টাকা দিতে রাজি হয়নি। চাঁদার টাকা না দেওয়ায় ঘটনার সময় অনুসারীদের নিয়ে বসু কোম্পানির ইটভাটায় যায়। সেখানে বসুর মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় বাহার ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা রিয়াজকে পিস্তল ঠেকিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে তারা চলে যায়। আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবুল বাশার বসু কোম্পানি ও তার ছেলে ইসমাইল খান সুজন জানান, রাস্তার কাজের জন্য চাঁদা চেয়েছে বাহার। ওই টাকা না দেওয়ায় ইটভাটায় ঢুকে হত্যার উদ্দেশ্যে বসুর ওপর হামলা করা হয়েছে।

মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন মাহমুদ বলেন, বাহার চাঁদাবাজ, ইয়াবা কারবারি। সে মূলত আমাকে মারতে এসেছে এবং আমাকে পিস্তল ঠেকিয়েছে। আমার সামনে আবুল বাসার বসু কোম্পানিকে মারধর করেছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে। এ ব্যাপারে বক্তব্য জানতে বাহার উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।