ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

সেন্টমার্টিনে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু, উদ্ধার ৮

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৪৬ এএম

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোট উল্টে ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আটজনকে। গতকাল সোমবার দুপুরে সেন্টমার্টিনের উত্তরে বঙ্গোপসাগরের ঘোলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার শিশুকন্যা মাহিমা আক্তার। টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নূর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বোটডুবির পর উদ্ধার হওয়া দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোস্টগার্ডের বরাতে জানা যায়, সোমবার সকাল ১০টায় সেন্টমার্টিন থেকে ১০ যাত্রী নিয়ে দুটি স্পিডবোট টেকনাফের উদ্দেশে রওনা হয়। ঘোলারচর এলাকায় পৌঁছালে হঠাৎ উচ্চ ঢেউয়ের আঘাতে একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। পরে সঙ্গে থাকা অন্য স্পিডবোটটি ডুবন্ত যাত্রীদের উদ্ধার করে টেকনাফের শাহপরীর দ্বীপে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, স্পিডবোটে অতিরিক্ত যাত্রী নেওয়া এবং সমুদ্রে প্রচ- ঢেউ থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।