বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নে তালুচহাটের দ্বিতলা একটি ভবন ঠিকাদারের গাফিলতির কারণে নির্মাণকাজ মাঝপথে বন্ধ হয়ে গেছে। এতে করে বেকায়দায় পড়েছেন ওই ভবনে দোকান বরাদ্দ নেওয়া ব্যবসায়ীরা। একদিকে তারা ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছেন না, অন্যদিকে ব্যবসায়িক পণ্য চুরি হওয়ার ভয়ে রয়েছেন।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ (১ম সংশোধিত)-এর আওতায় গুনাহার ইউনিয়নের তালুচহাটে ৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দুইতলা ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। সব প্রক্রিয়া শেষে কাজটি পায় মেসার্স রহমান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হামিদুর রহমান কাজটি শুরু করেন। মার্কেটের দোতলা ভবনটি ২০২১ সালের ৩০ জানুয়ারিতে শেষ করার কথা থাকলেও আজ অব্দিও ভবনটি নির্মাণকাজ বন্ধ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দুপচাঁচিয়া উপজেলার তত্ত্বাবধানে নির্বাচিত ঠিকাদারের কাজটি সঠিক সময়ে শেষ করার কথা থাকলেওগাফিলতিতে প্রায় পাঁচ বছরেও ভবনটির নির্মাণকাজ শেষ হয়নি। এতে তাদের পণ্য মজুদ ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে।
ওই হাটের হার্ডওয়ার ব্যবসায়ী জামেদুল ইসলাম ও মুদি ব্যবসায়ী শাজাহান আলীসহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, দ্বিতল ভবনটি নির্মাণকাজ সঠিক সময়ে শেষ হলে এত দিনে ব্যবসায়ীরা ভবনে উঠে যেতে পারতেন। এতে তারা বিভিন্ন পণ্য মজুদ ও ব্যবসা-বাণিজ্য সুন্দরভাবে পরিচালনা করতে পারতেন এবং পাকা ভবেন পণ্য রাখলে নিরাপত্তা নিশ্চিতসহ চুরি হওয়ার ভয় থাকত না।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান ট্রেডার্সের মালিক হামিদুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফেনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে দুপচাঁচিয়া উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন বলেন, তালুচহাটের দ্বিতল ভবনের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। জানালা-দরজা লাগানোসহ মেঝের কিছু কাজ বাকি রয়েছে। অসম্পূর্ণ কাজ শেষ করতে ঠিকাদারকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

