ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

বাথরুমে নবজাতক রেখে পালালেন মা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:০৫ এএম

মাদারীপুরে বাবু চৌধুরী ক্লিনিকের বাথরুমে এক অজ্ঞাতনামা মহিলার রেখে যাওয়া নবজাতক কন্যা শিশু উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। ক্লিনিক সূত্রে জানা যায়, বিকেল তিনটার দিকে এক অজ্ঞাতনামা মহিলা ক্লিনিকের বাথরুমে প্রবেশ করে নবজাতকের জন্ম দেন। জন্মের পরপরই তিনি শিশুটিকে বাথরুমেই ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পর পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে বাথরুমে নবজাতকটিকে দেখতে পান।

তাৎক্ষণিকভাবে তিনি ক্লিনিকের রিসিপশনে দায়িত্বে থাকা স্বর্ণালী খন্দকারকে বিষয়টি জানান। পরে তারা দু’জনে নবজাতকটিকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে কন্যাশিশুটি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি সুস্থ আছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ঘটনার পর শিশুটির পরিচয় উদঘাটন ও অজ্ঞাতনামা মহিলাকে শনাক্তে স্থানীয়রা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।