ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

সমাপনী অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:১২ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং জিওলজি অ্যান্ড ইনভারমেন্টের (আইএইজি) ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলনের টেকনিক্যাল সেশন ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে (সেমিনার রুম) নেপাল ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশনে বিশেষজ্ঞরা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, ভূমিধস, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগসমূহের প্রভাব নিয়ে মতামত পেশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএইজি বাংলাদেশ গ্রুপের কনভেনার অধ্যাপক ড. এ. টি. এম. শাখাওয়াত হোসেন। প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপউপচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আবদুর রব, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুল মান্নান।