দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামে ঈদগাহ মাঠের মাটি কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করেন স্থানীরা। মানববন্ধনে বক্তারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিককে দল থেকে বহিষ্কার এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, গত সোমবার বিকেলে শিবলি সাদিক ভেকু দিয়ে ঈদগাহ মাঠের পাশের মাটি কাটতে গিয়ে মাঠের অংশও কেটে ফেলেন। এতে গ্রামবাসী বাধা দিলে তার সঙ্গে থাকা লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রনিসহ বেশ কয়েকজন আহত হন। পরে ক্ষুব্ধ গ্রামবাসী মহাসড়ক অবরোধ করলে পুলিশ ও প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন