পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গণসমাবেশ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে বিকাশ বাংলাদেশের ‘স্ববল’ প্রকল্পের উদ্যোগে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট কিন্ডারগার্টেন স্কুল থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের প্রধান সড়কগুলো ঘুরে আবার স্কুল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। এতে দুই শতাধিক নারী অংশ নেন। সভায় বক্তব্য দেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মরিয়ম রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা আবদুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র দাস এবং শহর সমাজসেবা কর্মকর্তা ওয়ালিউল হক, বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক আলাউদ্দীন প্রধান, অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু প্রমুখ।

