ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া-সুলতানপুর সড়কের পৌর শহরের বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন, পৌরশহরের তারাগন এলাকার দানু মিয়ার ছেলে কামরুল হাসান ও কলেজপাড়া টিএন্ডটি এলাকার বাসিন্দা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আবদুল গফুর মিয়ার ছেলে গোলাম রাব্বি। গ্রেপ্তার কামরুল হাসান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া-সুলতানপুর সড়কের পৌর শহরের বাইপাস এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৩৬ কেজি গাঁজাসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন