ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া-সুলতানপুর সড়কের পৌর শহরের বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন, পৌরশহরের তারাগন এলাকার দানু মিয়ার ছেলে কামরুল হাসান ও কলেজপাড়া টিএন্ডটি এলাকার বাসিন্দা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আবদুল গফুর মিয়ার ছেলে গোলাম রাব্বি। গ্রেপ্তার কামরুল হাসান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া-সুলতানপুর সড়কের পৌর শহরের বাইপাস এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৩৬ কেজি গাঁজাসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

