ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:০৬ এএম

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং সরকারি সেবায় আরও গতিশীলতা আনার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়। উপস্থিতিদের মতামত গ্রহণ করে নবাগত ইউএনও তারেক হাসান উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।