ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

কিশোরীর আত্মহত্যা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:০৭ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পারিবারের সঙ্গে অভিমান করে মোছা. আদুরি খাতুন (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। গত রোববার বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে উপজেলার ঝাপড়া কুটিরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আদুরি খাতুন ওই এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, অভাব-অনটনের কারণে সংসারে প্রায়ই মনোমালিন্য ও বকাঝকা হতো। এতে অভিমান করে আদুরি সবার অগোচরে নিজের টিনের ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। কিছুক্ষণ পর তার বাবা ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা ধানগড়া ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রায়গঞ্জ থানার সাব-ইন্সপেক্টর নীল কমল জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।