ময়মনসিংহের ভালুকায় গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে ভালুকা পাক হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর মেজর আফসার বাহিনীর কাছে কয়েক হাজার রাজাকার, আলবদর ও পাক সেনা আত্মসমর্পণ করলে ভালুকা শত্রুমুক্ত হয়।
দিবসটি উপলক্ষে সকালে ভালুকা বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফিরোজ হোসেন, সহকারী কমিশনার ইকবাল হোসাইন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, তৎকালীন ভালুকা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আফসার উদ্দীন আহম্মেদ ১৯৭১ সালের ১৭ এপ্রিল মাত্র একটি রাইফেল ও আট সদস্য নিয়ে ভালুকার মল্লিকবাড়ী বাজারের খেলু ফকিরের বাড়িতে মুক্তিবাহিনীর একটি গেরিলা দল গঠন করেন। পরে তারা ভালুকা থানা দখল করে ১৫-১৬টি রাইফেল, একটি এলএমজি এবং প্রচুর গোলাবারুদ সংগ্রহ করেন। এর অল্প সময় পর খীরু নদী পথে পাক বাহিনীর একটি অস্ত্রবোঝাই নৌকা আটক করে আরও অস্ত্র সংগ্রহ করে দলটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন