নারায়ণগঞ্জ আড়াইহাজারে র্যাবের অভিযানে ৬৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে একটি কাভার্ডভ্যান ও মোবাইল ফোন। গতকাল সোমবার সকালে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের সামনের সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্র ও র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি দল সকাল ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি হলুদ রঙের কাভার্ডভ্যান থামানো হয়। গাড়ির চালক মো. শ্রী সাগর চন্দ্র দাস (২৮) গাড়িতে কী আছে সে সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় সেটি তল্লাশি করা হয়। তল্লাশিতে গাড়ির ভেতরে তিনটি লাল ও একটি সাদা প্লাস্টিকের বস্তায় মোট ৬৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়াও একটি স্যামসাং গ্যালাক্সি এ২২ ফাইভজি মোবাইল ফোনও জব্দ করা হয়। র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা ঢাকা, নারায়ণগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। আটক আসামিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।

